Bangladesh Pratidin

ফোকাস

  • মধ্যরাতে তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ চার মাদক বিক্রেতা নিহত হয়েছে। এরমধ্যে কুমিল্লায় ২ জন, চুয়াডাঙ্গা ও চট্টগ্রামে একজন করে নিহত হয়েছে।
  • কক্ষপথে পৌঁছেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১
প্রকাশ : ৭ ডিসেম্বর, ২০১৭ ১৩:১৯ অনলাইন ভার্সন
আপডেট : ৭ ডিসেম্বর, ২০১৭ ১৮:৩৪
কোহলি-আনুশকার নাচের ভিডিও ভাইরাল!
অনলাইন ডেস্ক
কোহলি-আনুশকার নাচের ভিডিও ভাইরাল!
সংগৃহীত ছবি

জহির খান-সাগরিকা ঘাটগের রিসেপশন পার্টিতে উপস্থিত হয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

তাঁদের বিয়ের অনুষ্ঠান, রিসেপশন পার্টির ছবি ও ভিডিও সবই ভাইরাল হয়েছে ইন্টারনেট দুনিয়ায়। নবদম্পতির বেশে নজর কেড়েছেন জহির-সাগরিকা। তবে জহির-সাগরিকা ছাড়া ও নজরে ছিলেন বিরাট-আনুশকা জুটি।

জহির-সাগরিকার বিয়ে, মেহেন্দি থেকে রিসেপসন সব কিছুতেই দেখা গেছে লাভবার্ড বিরাট কোহলি ও অানুশকা শর্মাকে। রিসেপশন পার্টিতে এমব্রয়ডারি কাজ করা ধূসর ও রূপোলি রঙের লেহেঙ্গায় সেজেছিলেন বলিউড ডিভা অানুশকা। তাঁর সঙ্গে ম্যাচ করেই ধূসর রঙের স্যুট পরেছিলেন বিরাট। বলতেই হচ্ছে দুজনকেই মানিয়েছিল বেশ। তবে আলোচনায় উঠে আসে তাদের নাচ, যা আগুন ধরালো ডান্স ফ্লোরে।

দেখুন নাচের সেই ভাইরাল ভিডিও...

বিডিপ্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow