Bangladesh Pratidin

প্রকাশ : ৭ ডিসেম্বর, ২০১৭ ২০:৫৭ অনলাইন ভার্সন
পুজারা ও অশ্বিনের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন সুনীল
অনলাইন ডেস্ক
পুজারা ও অশ্বিনের ফিটনেস নিয়ে প্রশ্ন তুললেন সুনীল

সময়টা দারুণ যাচ্ছে টিম ইন্ডিয়ার। টানা ৯টি সিরিজ জয়ের পাশাপাশি রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার রেকর্ড স্পর্শ করেছে বিরাট কোহলির ভারত। শুধু ব্যাটিং বা বোলিং নয়, ফিল্ডিংয়েও যে ভারত অন্যতম সেরা তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাই দল নির্বাচনের সময় ফিটনেসও এখন বেশ গুরুত্ব পাচ্ছে। চূড়ান্ত ফিট না হলে দলে সুযোগ পাওয়া যাবে না তা ক্রিকেটারদের কাছে এখন পরিষ্কার।

তবে রবিচন্দ্রন অশ্বিন ও চেতেশ্বর পুজারার ফিটনেসে খুশি নন ভারতের চিরশ্রেষ্ঠ ওপেনার সুনীল গাভাসকার। কোটলায় দুই ক্রিকেটারকে ফিল্ডিং করতে দেখে সানি বলেই ফেললেন, ‘‌পুজারাকে দেখে মনে হচ্ছে এমন একটি গাড়ি যার চালিকাশক্তি নষ্ট হয়ে গেছে।’‌ অশ্বিনের ফিটনেস নিয়ে গাভাসকারের মত, ‘‌অশ্বিন চেষ্টা করছে। কিন্তু ফিটনেসে ঘাটতি রয়েছে।’‌

কোটলা টেস্টে অশ্বিন নিয়েছেন ৪ উইকেট। পুজারা ২ ইনিংসে করেছেন ২৩ ও ৪৯। কিন্তু ফিল্ডিংয়ে দু’‌জনেই নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছেন।

বিডি প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow