১০ ডিসেম্বর, ২০১৭ ১৫:৫৭

১১২ রানে অলআউটের লজ্জায় ভারত

অনলাইন ডেস্ক

১১২ রানে অলআউটের লজ্জায় ভারত

ভারত নিজেদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন করে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার শঙ্কা কাটিয়ে উঠলেও ৩৮.২ ওভার খেলে ১১২ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ধোনি-যাদবের ৪১ রানের অষ্টম উইকেট জুটিতে রক্ষা পায় স্বাগতিক শিবির। 

ধর্মশালার সবুজ পিচে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। শ্রীলঙ্কার পেস আক্রমণের সামনে নুইয়ে পড়লেন প্রথম সারির ব্যাটসম্যানরা। টানলেন সেই মহেন্দ্র সিং ধোনি। তিনি ছিলেন বলেই লজ্জার হাত থেকে বাঁচল টিম ইন্ডিয়া। ১১২ রানে অল আউট হল বিরাটহীন ভারত। যার মধ্যে ধোনি একাই করলেন ৬৫ রান। 

ধর্মশালায় হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয় ভারতকে। সীমিত ওভারে বিশ্রামে থাকা বিরাট কোহলির অধিনায়কত্ব রোহিত শার্মার কাঁধে। কোহলির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন শ্রেয়স আইয়ার।

শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন ভারতের দুই ওপেনার। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ আইয়ার। এরপর একে একে আসা যাওয়া। ৩০ রানের মধ্যেই পড়ে যায় ৭ উইকেট। অন্যদিকে 'রক সলিড' ধোনি। তাঁকে সঙ্গত দিতে পারলেন না কেউই। নিজের ক্রিকেট কেরিয়ারের ৬৭তম অর্ধ শতরান পূরণ করেন ধোনি। ৯ উইকেট পড়ে যাওয়ায় দ্রুতগতিতে রান তোলার চেষ্টায় ছিলেন। তারই খেসারত দিতে হল। ওভার বাউন্ডারি মারতে গিয়ে ৬৫ রানে প্যাভিলিয়নে ফেরেন মাহি।  

ধর্মশালার সবুজ পিচে দলকে জেতানোর দায়িত্ব এখন ভারতের বোলারদের হাতে। 

বিডি প্রতিদিন/১০ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর