শিরোনাম
১০ ডিসেম্বর, ২০১৭ ১৭:০২

বিপিএলে খেলার সুবাদে কপাল খুলল মালিঙ্গার

অনলাইন ডেস্ক

বিপিএলে খেলার সুবাদে কপাল খুলল মালিঙ্গার

বিপিএলে পারফরমেন্সের সুবাদে কপাল খুলল লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার ২০ সদস্যের প্রাথমিক দলে ডাক পেয়েছেন রংপুর রাইডার্সের এই গতিদানব।

গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকলেও ছিলেন না পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। এমনকি ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি মালিঙ্গার। তবে এই সময়ে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করতে দেখা গেছে তাকে। এরই পুরস্কার পেলেন ৩৪ বছর বয়সী এই পেসার।

প্রাথমিক স্কোয়াড: থিসারা পেরেরা (অধিনায়ক), উপল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকাভেলা, চতুরাঙ্গা ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, নুয়ান প্রদীপ, সাদিরা সামারাবিক্রমা, ধনঞ্জয় ডি সিলভা, দুশমান্থা চামিরা, শচিত পাথিরানা, কুশাল পেরেরা, লাসিত মালিঙ্গা, জিভান মেন্ডিস, দুসান শানাকা, ইসুরু উদানা ও বিশ্ব ফার্নান্দো।

বিডি-প্রতিদিন/১০ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর