১৩ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৪

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেয়েছেন যারা

অনলাইন ডেস্ক

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেয়েছেন যারা

সংগৃহীত ছবি

৫০ ওভারের সীমাবদ্ধ খেলা ওয়ানডে ক্রিকেট। যেখানে অনেক সময় একটা দলকে ২০০ রানের মধ্যে গুটিয়ে যেতে দেখা যায়, সেখানে একাই তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের রোহিত শর্মা। বলতে পারেন নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই ভারতীয় ওপেনার। কারণ এর আগে একমাত্র তারই কেবল দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিল। 

এখন পর্যন্ত ৫ জন ক্রিকেটার ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির মুখ দেখেছেন। এদের মধ্যে তিনজনই আবারও ভারতীয়। আর কোহলির অনুপস্থিতে অধিনায়কত্ব পাওয়া রোহিত শর্মা একাই করেছেন তিনটি। শুধু তাই নয়, এখন পর্যন্ত তার করা ২৬৪ রানের ইনিংসটাই ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর হয়ে দাঁড়িয়ে রয়েছে।

এছাড়া, ওয়ানডে একটি করে ডাবল সেঞ্চুরি রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১৩৭), ভারতের বীরেন্দ্র শেবাগ (২১৯), শচীন টেন্ডুলকার (২০০) ও ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইলের (২১৫)।

সূত্র : ক্রিকবাজ

বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর