শিরোনাম
১৪ ডিসেম্বর, ২০১৭ ১৯:০২

গম্ভীরের আবেদন আদালতে খারিজ

অনলাইন ডেস্ক

গম্ভীরের আবেদন আদালতে খারিজ

আদালতে খারিজ হয়ে গেছে গৌতম গম্ভীরের আবেদন। ‘ডিএপি অ্যান্ড কোং’ নামক একটি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে তার নাম ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগ করেন তিনি। সংস্থাটি দিল্লির পাঞ্জাবি বাগ এলাকায় ‘ঘুংরু’ ও ‘হাওয়ালত’ নামে দু’টি বার কাম রেস্টুরেন্ট চালায়। দু’টি পানশালারই ট্যাগ লাইনে লেখা রয়েছে গৌতম গম্ভীরের বাণিজ্যিক প্রতিষ্ঠান।

আর এই ট্যাগলাইন নিয়েই আপত্তি টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনারের। তার নাম ব্যবহার বন্ধ করার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্ত হন গম্ভীর। বিচারপতি এসপি গর্গ গম্ভীরের পিটিশন খারিজ করে দেন। সংস্থাটির পক্ষ থেকে আদালতে জানানো হয় মালিকের নাম গৌতম গম্ভীর। অর্থাৎ সংশ্লিষ্ট পানশালা দুটির মালিকের নামও গৌতম গম্ভীর। নিয়ম মতো বণিজ্যিক প্রতিষ্ঠানে নিজের নাম ব্যবহারের অধিকার রয়েছে মালিকের। 

হাইকোর্টের সিদ্ধান্তে হতাশ হলেও গৌতম গম্ভীর অবশ্য তা নিয়ে ভাবতে রাজি নন। বরং তার লক্ষ্য এখন বাংলার বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে। রবিবার থেকে পুণেতে মনোজ তিওয়ারির বাংলার বিরুদ্ধে রঞ্জির শেষ চারের লড়াইয়ে নামবেন গম্ভীররা। 

বিডি প্রতিদিন/১৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর