১৬ ডিসেম্বর, ২০১৭ ১১:৩১

রাশিয়া বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!

অনলাইন ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারে স্পেন!

আগামী বছর অনুষ্ঠিতব্য রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে স্পেন। দেশটির ফুটবল সংস্থাকে লেখা এক চিঠিতে এ বিষয়ে হুশিয়ারি দিয়েছে ফিফা। শুক্রবার এক বিবৃতি দিয়ে ফিফা চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থাটি বিশ্বের যে কোনো দেশের সদস্যপদই বাতিল করে দেয়ার একচ্ছত্র ক্ষমতা রাখে। ফিফার এমন হুমকিতে স্তম্ভিত স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। তার যেন বিশ্বাসই হচ্ছে না। রামোস বলেন, এমন বিতর্কের জেরে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না এটা বিশ্বাসই হচ্ছে না।

চিঠিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নিয়োগের বিষয়ে সরকারের হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ফিফা। গত জুলাইয়ে দুর্নীতির অভিযোগ গ্রেফতার হন অ্যাঞ্জেল মারিয়া ভিলার। তার পদে সাময়িকভাবে জুয়ান লুইস লারিয়াকে নিয়োগ দেয়া হয়। বর্তমানে এ পদে স্থায়ী নিয়োগের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেছেন, 'এ বিষয়টা আমি মেনে নিতে পারছি। স্পেন বিশ্বকাপে অবশ্যই যাবে এবং আমি আত্মবিশ্বাসী যে তারা জিতবে।' সূত্র : বিবিসি, জাপান টুডে

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর