১৬ ডিসেম্বর, ২০১৭ ২০:৫৯

দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিলেন মেসি

অনলাইন ডেস্ক

দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিলেন মেসি

ফাইল ছবি

নিজ দেশ আর্জেন্টিনার হয়ে যুব বিশ্বকাপ জিতলেও স্বপ্নের বিশ্বকাপটা অধরা রয়ে গেছে তারকা ফুটবলার লিওনেল মেসির। গত বিশ্বকাপে একক নৈপুণ্যে স্বপ্নের ট্রফি খুব কাছাকাছি গিয়েও ফাইনালে জার্মানির কাছে ১-০ ব্যবধানে হেরে স্বপ্নভঙ্গ হয় এই খুদে জাদুকরের। এবার আর সুযোগ হাতছাড়া করতে চান না মেসি। রাশিয়া বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ করতে চান ভিনগ্রহের এই ফুটবলার।

তাই ৬ মাস আগে থেকেই দল নিয়ে কাটাছেঁড়া শুরু করেছে আর্জেন্টিনা। এতে মেসির মতামতকে প্রাধান্য দেয়া হচ্ছে। 

এ বিষয়ে মেসি বলেন, ‘আমরা একটি ভারসাম্যপূর্ণ দল নিয়ে ২০১৮ বিশ্বকাপে যাত্রা শুরু করতে চাই। ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে এখনো বেশ কিছুটা সময় বাকি। এর মধ্যেই আমরা সুসংঘবদ্ধ একটি দল পেয়ে যাব। দল গঠনে কাজ চলছে। দলে ব্যাপক পরিবর্তন আসছে।’

এক সাক্ষাৎকারে ফিফা ডটকমকে পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার বলেন, ‘বিশ্বকাপ মাথায় রেখে আমাদের দল গোছানো হচ্ছে। দল নিয়ে আমরা চিন্তামুক্ত থাকতে চাই। দুঃশ্চিন্তা নিয়ে বিশ্ব মঞ্চে উঠতে চাই না। সেজন্য জাতীয় দলে ব্যাপক পরিবর্তন আসছে।’

আর্জেন্টিনার হয়ে ১২৩টি ম্যাচ খেলেছেন মেসি। সব মিলিয়ে করেছেন ৬১ গোল। দেশটির ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবুও নিজ দেশের হয়ে স্বপ্নের বিশ্বকাপটা অধরা থাকায় আক্ষেপটা থেকেই গেছে মেসি। যদিও বার্সেলোনার হয়ে সব কিছুই জিতেছেন এই  ওয়ান্ডারম্যান।

বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর