১৭ ডিসেম্বর, ২০১৭ ০৩:৩৮

সেই সিরিয়ান মেয়েটির স্বপ্ন পূরণ করলেন মেসি

অনলাইন ডেস্ক

সেই সিরিয়ান মেয়েটির স্বপ্ন পূরণ করলেন মেসি

সংগৃহীত ছবি

১৮ বছর বয়সী তরুণী নুজিন মুস্তাফা। পক্ষাঘাতগ্রস্ত মেয়েটির দুটি পা অচল। তার চলার সঙ্গী হুইল চেয়ার। সেই চেয়ারে করে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পাড়ি দিয়ে শরণার্থী হয়ে বর্তমানে জার্মানিতে আশ্রয় মিলেছে তার। 

নুজিন মুস্তাফার স্বপ্ন ছিল ফিজিসিস্ট বা অ্যাস্ট্রোনট হওয়ার। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তাকে শরণার্থী হিসেবে দেশ ছাড়তে হয়। তবে জার্মানিতে গিয়ে পূরণ হলো তার আরেক স্বপ্ন। নুজিনের স্বপ্ন ছিল আর্জেন্টিনার ফুটবল জাদুকর লিওনেল মেসিকে একবার সামনে থেকে দেখা। শুধু মেসি নন; নুজিন দেখা পেলেন মেসির সতীর্থ বার্সা তারকাদেরও। 

নুজিনের সঙ্গে দেখা করেছেন স্বয়ং বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তামেউ। এছাড়া ইনিয়েস্তা, পিকেরা আসেন এই অসহায় মেয়েটির সঙ্গে দেখা করতে। নুজিনের সঙ্গে দেখা করতে এসে তার নামাঙ্কিত জার্সি উপহার দিলেন বার্সা স্টার জেরার্ড পিকে।

দুই বছর আগে বোন নাসরিনের হাত ধরে হুইল চেয়ারে দেশ ছেড়েছিল সিরিয়ার এই তরুণী। সেরিব্রাল পক্ষাঘাতে আক্রান্ত নুজিন হুইল চেয়ার বসে দেশ ছেড়েছে। ৫ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করে দুই বোন চলে আসেন জার্মানির কলোগনিতে। উত্তর জার্মানির এই শহরে শরণার্থী হিসেবে নতুন পরিচয় পান তারা। নুজিন বার্সা ভক্ত জানার পর তাকে বার্সেলোনা বনাম সেল্টা ভিগোর ম্যাচে মেসির সঙ্গে দেখা করিয়ে দেওয়ার উদ্যোগ নেয় স্থানীয় ক্রীড়া সংগঠকরা।

সাংবাদিকদের নুজিন বলেন, '২০০৭ থেকে আমি মেসির ভক্ত। ওর মুখটা বাচ্চাদের মতো ছিল কিন্তু এখন ওর লুকটা অনেক পরিণত। ' কলোগনি থেকে মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় নুজিন তার দাদীকে বলেছিলেন, 'দূর পথে পাড়ি দেওয়ায় আমি অভ্যস্ত। '

বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউকে সে নিজের লেখা একটি বই উপহার দিয়েছে। বার্সেলোনার টিম বাসে উঠে নুজিন প্রায় হতবাক হয়ে যান! তার স্বপ্ন যে পূরণ হয়ে গেছে, তখনও বিশ্বাস হয়নি নুজিনের। বার্সার খেলা দেখতে এসে নুজিন নিজের লেখা 'ওয়ান গার্লস ইনক্রেডিবল জার্নি ফ্রম ওয়ার–টার্ন সিরিয়া ইন এ হুইলচেয়ার' নামক বইটি বার্সা প্রেসিডেন্ট বার্তামেউকে উপহার হিসেবে দেন।

ফুটবলের রাজপুত্রের দেখা পাওয়ার পর নুজিন ইংল্যান্ডের রানির সঙ্গেও দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন। বার্সা সুপারস্টারদের সঙ্গে তার দেখা হওয়ার ক্ষণ নিয়ে দারুণ একটি ভিডিও প্রতিবেদন টুইটারে প্রকাশ করেছে কাতালান জায়ান্টরা।

বিডিপ্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর