Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ জানুয়ারি, ২০১৮ ১১:৩২ অনলাইন ভার্সন
শঙ্কামুক্ত ওয়ার্নার
অনলাইন ডেস্ক
শঙ্কামুক্ত ওয়ার্নার

দুর্দান্ত সময় পার করছে টিম অস্ট্রেলিয়া। অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন স্টিভেন স্মিথের দল। রবিবার থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আর এরই মধ্যে অসুস্থতার কারণে সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে নিয়ে অজি শিবিরে দেখা দেয় সংশয়। তবে টিম অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়েছেন ওয়ার্নার থাকছেন প্রথম ওয়ানডেতে।

এ ব্যাপারে স্মিথ জানিয়েছেন, রবিবারই ইনিংস ওপেন করতে দেখা যাবে তাকে, 'আমার মনে হয় সে ঠিক আছে। গতকাল ওর পেটের সমস্যা হয়েছিল। সে আজ এসেছিল এবং মাঠে কয়েকবার চক্কর দিয়েছিল। সে বলেছে সব ঠিক আছে, তাই আর কোন বিপদ নেই।'

এর আগে শুক্রবার দলের ট্রেনিং সেশনে আসেননি ওয়ার্নার। শনিবার মাঠে আসলেও ম্যাচের আগে দলের প্রধান ট্রেনিং সেশনে যোগ দেননি এই ক্রিকেটার। কয়েকবার মাঠ প্রদক্ষিণ করলেও ব্যাটিং বা ফিল্ডিং অনুশীলন করেননি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর এই ব্যাটসম্যান।

বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow