১৬ জানুয়ারি, ২০১৮ ০৯:০৭

মুস্তাফিজ ও মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক

মুস্তাফিজ ও মুশফিককে নিয়ে যা বললেন সাকিব

সংগৃহীত ছবি

মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে বছর শুরু করেছে বাংলাদেশ। ৮ উইকেটের বড় জয়ে দারুণ ভূমিকা রেখেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। ৩ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৩৭ রান। আর তাই দিন শেষে ম্যাচ সেরার পুরস্কারটা তার হাতেই উঠল। 

অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে মুশফিক, তামিম ও মুস্তাফিজকে ক্রেডিট দিতে ভুলে যাননি টেস্ট স্কিপার।

মুশফিকের উইকেট কিপিং প্রসঙ্গে সাকিব বলেন- আমার মনে হয় মুশফিক ভাই ভালো পিক করেছে। কারণ ডাউন দ্য লেগে যে কোনো কিপারের জন্য ক্যাচ ধরা কঠিন। আজকে উনার দিনটা ভালো ছিল। বেশকিছু ক্যাচও ধরেছেন তিনি।

মুস্তাফিজের পারফরম্যান্সেও মুগ্ধ সাকিব বললেন- ‘মুস্তাফিজ সব সময়ই ভালো বোলিং করেছে। একজন মানুষ সব ম্যাচে উইকেট পাবে, এটা সম্ভব নয়। আমি মনে করি মুস্তাফিজ সব সময়ই ভালো বোলিং করে। এই ম্যাচেও ভালো করেছে।’.

এছাড়া এদিন তামিম ইকবালের ৮৪ রানে ইনিংস, রুবেল হোসেনের ১০০ উইকেট প্রাপ্তি, সানজামুলের বোলিং ও অধিনায়ক মাশরাফির প্রশংসাও করেন সাকিব।

বিডিপ্রতিদিন/ ১৬ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর