১৬ জানুয়ারি, ২০১৮ ১৩:৪৭

আবারও মাঠের বাইরে ডেম্বেলে

অনলাইন ডেস্ক

আবারও মাঠের বাইরে ডেম্বেলে

ফাইল ছবি

চোট কাটিয়ে মাত্রই মাঠে ফেরা বার্সেলোনার ফরাসি ফরোয়ার্ড উসমান ডেম্বেলে আবারও চোটে পড়েছেন। তিন থেকে চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। কারণ, হ্যামস্ট্রিংয়ের চোট।

এ ব্যাপারে সোমবার বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে, ‘ডেম্বেলে বাঁ ঊরুতে সমস্যা বোধ করছে। এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, তার হ্যামস্ট্রিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটি মৌসুমের শুরুতে পাওয়া চোটের জায়গায় প্রভাব ফেলবে না। সে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবে।’

উল্লেখ্য, গত রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনার ৪-২ গোলে জয়ের ম্যাচের ২৫ মিনিটে পাওলিনহোর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ডেম্বেলে। ম্যাচ শেষ করে আসলেও চোটটা পেয়েছেন সেখানেই।

বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর