১৭ জানুয়ারি, ২০১৮ ১১:৩২

হেলমেট ছাড়াই ব্যাটিং, দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মালিক (ভিডিও)

অনলাইন ডেস্ক

হেলমেট ছাড়াই ব্যাটিং, দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন মালিক (ভিডিও)

অল্পের জন্য বড়সড় আঘাত থেকে বাঁচলেন শোয়েব মালিক। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচ চলাকালে মাথার পেছন দিকে আঘাত পান এই অলরাউন্ডার। 

মালিক যখন ব্যাট করতে নামেন তখন বল করছিলেন কিউই স্পিনাররা। তাই হেলমেট বা টুপি না পরেই নামেন শোয়েব। রান নেওয়ার সময় পয়েন্ট থেকে কলিন মুনরোর ছোঁড়া থ্রো সরাসরি গিয়ে লাগে মালিকের মাথায় পেছনে। 

মালিকের মাথায় লেগে বল বাউন্ডারির বাইরে চলে যায়। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পরেন অভিজ্ঞ এই ক্রিকেটার। মাঠেই তার চিকিৎসা চলে। তারপর অবশ্য ব্যাটও করেন শোয়েব। তবে ড্রেসিংরুমে ফিরে অসুস্থ বোধ করায় দ্বিতীয় ইনিংসে আর ফিল্ডিং করতে নামেননি তারকা অলরাউন্ডার। যদিও পাকিস্তান শিবির থেকে জানানো হয়েছে এখন সুস্থ আছেন শোয়েব।

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর