১৭ জানুয়ারি, ২০১৮ ১৩:৩০

শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু জিম্বাবুয়ের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে ভালো শুরু জিম্বাবুয়ের

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার দলপতি এঞ্জেলো ম্যাথিউস। অন্যদিকে টস হেরে ব্যাটে হাতে ভালো শুরু করেছে জিম্বাবুয়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ১০০ রান করেছে জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। অবশ্য প্রথম ম্যাচে সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। স্বাগতিক বাংলাদেশের কাছে তারা হার মেনেছে বড় ব্যবধানে। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বুধবার দ্বিতীয় ম্যাচে মাঠে নামে গ্রায়েম ক্রেমার বাহিনী। 

দুপুর ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

জিম্বাবুয়ে একাদশ : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মির, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ক্রেইগ অরভিন, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), পিটার মুর, কাইল জার্ভিস, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মেজারাবানি।

শ্রীলংকা একাদশ : উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, অসেলা গুণারত্নে, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), থিসারা পেরেরা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমাল ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর