১৭ জানুয়ারি, ২০১৮ ১৩:৫৪

ফুটবলকে বিদায় জানালেন রোনালদিনহো

অনলাইন ডেস্ক

ফুটবলকে বিদায় জানালেন রোনালদিনহো

ফাইল ছবি

ফুটবলকে আনুষ্ঠানিক বিদায় জানালেন ব্রাজিল গ্রেট রোনালদিনহো। ২০১৫ সাল থেকেই খেলার বাইরে ছিলেন তিনি। তবে অবসরের ঘোষণা দিলেন স্থানীয় সময় মঙ্গলবার।

রোনালদিনহোর ভাই ও এজেন্ট রবার্তো আসিস বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলকে বিদায় জানানো উপলক্ষে রোনালদিনিয়ো কোন কোন ইভেন্টে অংশ নেবেন তাও জানান আসিস।

ব্রাজিল, ইউরোপ ও এশিয়ায় একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন সেলেসাওদের অন্যতম সেরা এ স্ট্রাইকার। ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গেও তার বিদায়ী সংবর্ধনার আয়োজন চলছে বলে জানিয়েছেন তার ভাই।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন এ স্ট্রাইকার। সেবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার অবিস্মরণীয় গোল আজও চোখের সামনে ভাসে। ইংল্যান্ডের গোলকিপার ডেভিড সিম্যানকে এগিয়ে আসতে দেখে মাথার উপর দিয়ে বল চিপ করে দিয়েছিলেন রোনাল্ডিনহো। 

ক্লাব ফুটবলে চুটিয়ে খেলেছেন বার্সিলোনা ও পিএসজিতে। ক্লাব ফুটবলে শেষ খেলেছিলেন ২০১৫ সালে ফ্লুমিনেসের হয়ে। 

মূলত, গ্রেমিওতে ফুটবল জীবন শুরু করেছিলেন এই তারকা ফুটবলার। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাটিয়েছেন বার্সিলোনায়। ২০০৫ সালে পেয়েছিলেন ব্যালন ডি'অর। ২০০৮ থেকে ১১ ছিলেন এসি মিলানে। 

অন্যদিকে, দেশের হয়ে ৯৭ ম্যাচে ৩৩ গোল রয়েছে রোনালদিনহো। 

বিডি প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর