১৮ জানুয়ারি, ২০১৮ ১৮:৩৮

আফ্রিকার তাড়া খেয়ে লঙ্কায় আশ্রয় বিরাটদের

অনলাইন ডেস্ক

আফ্রিকার তাড়া খেয়ে লঙ্কায় আশ্রয় বিরাটদের

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে লম্বা সিরিজ খেলেছিল কোহলিরা। আফ্রিকা থেকে ফিরে আবার লঙ্কায় পাড়ি দিচ্ছে বিরাটরা। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের ক্ষতে প্রলেপ দিতে লঙ্কায় শাস্ত্রী-কোহলি জুটির সেরা ডেস্টিনেশন।

বিরাটদের আফ্রিকা সফর শেষ হচ্ছে ২৪ ফেব্রুয়ারি। দেশে ফিরেই ফের লঙ্কায় পাড়ি দেবেন কোহলি। অর্থাৎ আইপিএল-এর আগে বিরাটের পছন্দের ফরম্যাটে সায় দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। দ্বীপরাষ্ট্র থেকে সাত ম্যাচের টি-২০ ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত। অন্য দলটি বাংলাদেশ।

নিদাহ্যাজ ট্রফিটি হবে শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা উদযাপন উপলক্ষ্যে। টুর্নামেন্ট শুরু ৬ মার্চ, শ্রীলঙ্কা-ভারত ম্যাচ দিয়ে। ফাইনাল ১৮ মার্চ। রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিটি দল প্রত্যেকের সাথে দু'বার করে খেলবে। সেরা দুটি দল ফাইনাল খেলবে। টুর্নামেন্টের সাতটি ম্যাচই হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

বৃহস্পতিবারই দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ খুঁইয়েছে বিরাট বাহিনী। তিন টেস্টের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে টিম কোহলি। টানা ৯টি টেস্ট সিরিজ জয়ের পর সিরিজ হারল বিরাটের ভারত। সেই সাথে ক্যাপ্টেন হিসেবে প্রথমবার টেস্ট সিরিজ হারের স্বাদ পেয়েছে কোহলি।

টেস্ট সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে 'মেন ইন ব্লু'।

বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর