১৯ জানুয়ারি, ২০১৮ ০৩:১৫

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন ‘কীর্তি’ পূজারার

অনলাইন ডেস্ক

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে নতুন ‘কীর্তি’ পূজারার

ফাইল ছবি

বর্তমান ভারতীয় ক্রিকেট দলে অন্যতম ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারা। তার কাছ থেকে অনেক কিছু আশা করা হলেও দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত ভালভাবেই ব্যর্থ তিনি। সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্টে আবার দুই ইনিংসেই রান আউট হয়ে পূজারা গড়ে ফেললেন নতুন রেকর্ডও।

তবে এই রেকর্ড মোটেই খুব সুখকর নয়। পূজারাই হলেন প্রথম ভারতীয় ব্যাটসম্যান যিনি একই টেস্টে পরপর দুই ইনিংসেই রান আউট হলেন। এর আগে বিশ্বের ২৫ জন ব্যাটসম্যানের এমন ‘কীর্তি’ থাকলেও ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে পূজারাই প্রথম। শেষবার ২০০০ সালে নিউজিল্যান্ডের তৎকালীন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং পরপর দুই ইনিংসেই রান আউট হন।

প্রথম ইনিংসে তার রান আউট হওয়া দেখে মাঠের মধ্যেই বিরক্তি প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তখন নিজের শতরান সেরে ফেলেছেন বিরাট, কিন্তু যে ভাবে পূজারা রান আউট হয়েছিলেন সেটা মেনে নিতে পারেননি। 

পূজারার রানিং বিটউইন দ্য উইকেট সব সময়ই খুব খারাপ। কিন্তু প্রথম ইনিংসে লাইনের কাছে পৌঁছেও না পা রেখেছিলেন, না ব্যাট। দুটোর মধ্যে একটা করলেই বেঁচে যেতেন সেদিন।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর