১৯ জানুয়ারি, ২০১৮ ০৪:৪২

ভারতের জন্য আরও সতর্কবার্তা এবি ডিভিলিয়ার্সের

অনলাইন ডেস্ক

ভারতের জন্য আরও সতর্কবার্তা এবি ডিভিলিয়ার্সের

ফাইল ছবি

বিরাট কোহলির ভারতের জন্য আরও সতর্কবার্তা শুনিয়ে রাখলেন এবি ডিভিলিয়ার্স। তিনি সাফ জানিয়ে দিলেন, তিনি এখন জীবনের সেরা ফর্মে আছেন বলে মনে করছেন। 

একটি অনুষ্ঠানে ডিভিলিয়ার্স বলেন, ‘‌এই মুহূর্তে আমি যে জীবনের সেরা ফর্মে আছি, এটা অনুভব করছি। আরও একবার এটা মনে হচ্ছে। তবে আমি কখনওই রেজাল্ট নিয়ে গ্যারান্টি দিতে পারি না। কখনওই বলতে পারি না, টানা পাঁচটা সেঞ্চুরি করবই। বরং পরপর পাঁচটা শূন্য করতে পারি। কিন্তু নিজের ফর্ম নিয়ে আমি সন্তুষ্ট। ভাল খেলছি, প্রস্তুতি ভাল হচ্ছে। ব্যাটে–‌বলে ভাল হচ্ছে।’‌ 

হঠাৎই ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর আবার হঠাৎই ফিরে এসেছেন। প্রত্যাবর্তন কতটা মধুর, ডিভিলিয়ার্সের কথাতেই পরিষ্কার। তিনি বলেন, ‘‌মনে হচ্ছে ২০০৪ সালের কথা, যখন আমার অভিষেক হয়েছিল। তখন ওপেন করতাম, তারপর উইকেটকিপার হিসেবে ৭ নম্বরেও ব্যাট করেছি, আবার ওপেন করেছি। বারবার ব্যাটিং অর্ডার বদলেছে। এখন যা এনার্জি পাচ্ছি, মনে হচ্ছে আবার এই ধকলটা নিতে পারব।’‌

কোহলির সঙ্গে তাঁর বন্ধুত্বও সবাই জানেন। সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে কোহলি ১৫৩ রান করার পর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। নিজেই সে কথা জানিয়ে ডিভিলিয়ার্স বলেন, ‘‌টেস্ট সিরিজটা শেষ হলে দুজনে বসব আইপিএল নিয়ে। নিলাম নিয়ে আমরা পরিকল্পনা করব।’‌ 

তবে তার আগে আপাতত লক্ষ্য প্রতিশোধ। জোহানেসবার্গ টেস্টে জিতে ২০১৫ সালে ভারত সফরে হোয়াইটওয়াশের বদলা নিতে চান তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘‌ওরা লড়াই করবেই। চাইবে শেষ টেস্টে জিতে আত্মবিশ্বাসী হয়ে ওয়ান ডে সিরিজে নামতে। কিন্তু কোনও সন্দেহ নেই, আমরা ৩-‌০ জিততে চাই।’‌‌


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর