১৯ জানুয়ারি, ২০১৮ ০৫:১৬

শচীনকে টপকালেও গাভাসকারের কাছে পরাজয় কোহলির

অনলাইন ডেস্ক

শচীনকে টপকালেও গাভাসকারের কাছে পরাজয় কোহলির

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে ১৫৩ রানের ইনিংসটির জন্য টেস্ট র‍্যাংকিংয়ে ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট এক ধাক্কায় বেড়ে গিয়েছে ২০।

ভারত অধিনায়ক বিরাট কোহলি আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি জিতেছেন। সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১৫৩ রানের ইনিংস খেলে কোহলি যেখানে পৌঁছেছেন, সেখানে পৌঁছতে পারেননি শচীন টেন্ডুলকারকেও। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে ১৫৩ রানের ইনিংসটির জন্য টেস্ট র‍্যাংকিংয়ে ভারত অধিনায়কের রেটিং পয়েন্ট এক ধাক্কায় বেড়ে গেছে ২০। এর ফলে কোহলির রেটিং পয়েন্ট দাঁড়াল ৯০০। আর এর ফলেই টেন্ডুলকরকে ২ পয়েন্ট পিছনে ফেলে দিলেন বর্তমান ভারত অধিনায়ক। 

২০০২ সালে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৯৮ রেটিং পয়েন্ট পেয়েছিলেন শচীন। তিন বছর বাদে ২০০৫ সালে ৮৯২ রেটিং পয়েন্ট নিয়ে ‘মাস্টার ব্লাস্টার’-এর কাছাকাছি পৌঁছতে পেরেছিলেন রাহুল দ্রাবিড়।

তবে ভারতের ক্রিকেট ইতিহাসে কোহলি সর্বোচ্চ রেটিং পয়েন্ট পাওয়া ব্যাটসম্যান নন। শচীন কোহলি ছাপালেও সুনীল গাভাসকারকে তিনি পেছনে ফেলতে পারেননি। ১৯৭৯ সালে ওভালে নিজের ৫০তম টেস্টে ২২১ রানের ইনিংস খেলেছিলেন সানি। 

আর সেই ইনিংস খেলে ‘লিটল মাস্টার’ পেয়েছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৯১৬ রেটিং পয়েন্ট। অর্থাৎ গাভাস্কারের পরে টেস্ট ক্যারিয়ারে ৯০০ রেটিং পয়েন্ট পাওয়া দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার এখন কোহলি।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর