১৯ জানুয়ারি, ২০১৮ ১১:৫৩

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ফাইল ছবি

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ শুক্রবার ব্যাটিং সহায়ক উইকেটে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

নিজ দেশ লঙ্কানদের কোচ হয়ে প্রথমবার সাবেক শিষ্যদের মুখোমুখি চন্ডিকা হাতুরুসিংহে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়া বাংলাদেশ নামছে দ্বিতীয় জয়ের আশায়। জিম্বাবুয়ের বিপক্ষে দুই বাঁহাতি স্পিনার নিয়ে খেলা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলছে চার পেসার নিয়ে। সানজামুল ইসলামের জায়গায় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। 

এদিকে, জিম্বাবুয়ের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করা শ্রীলঙ্কা চায় প্রথম জয়। তবে গুরুত্বপূর্ণ এ ম্যাচে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পাচ্ছে না শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। তার জায়গায় দলে ফিরেছেন নিরোশান ডিকভেলা। বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিচ্ছেন দিনেশ চান্দিমাল। 
 
জিম্বাবুয়ের বিপক্ষে অনুজ্জ্বল পারফরম্যান্সে জায়গা হারিয়েছেন দুশমন্থ চামিরা। তার জায়গায় দলে ফিরেছেন আরেক পেসার নুয়ান প্রদিপ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। 

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, কুসল পেরেরা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, কুসল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনাঞ্জয়া, সুরঙ্গা লাকমল, ভানিদু হাসারাঙ্গা, নুয়ান প্রদিপ।

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর