১৯ জানুয়ারি, ২০১৮ ১৫:১১

সাকিবের বিদায়, মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সাকিবের বিদায়, মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে এগুচ্ছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দারুণ এক সূচনা এনে দেন তামিম-এনামুল জুটি। আর সেই ধারাবাহিকতাতেই তামিমের অর্ধশতকের পর সাকিবও তুলে নেন অর্ধশতক। তবে নিজের ইনিংসটা খুব একটা বড় করতে পারেননি এই অলরাউন্ডার।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভার শেষে ৩ উইকেটে ২৫৩। মুশফিক ৪৫ ও মাহমুদউল্লাহ ১১ রানে ব্যাট করছেন।

দুর্দান্ত খেলতে থাকা সাকিব আসিলা গুনারত্নের বলে তার হাতেই ধরা পড়েন। ৬৩ বলে ৬৭ রান করে বিদায় নেন তিনি। যার মধ্যে রয়েছে সাতটি বাউন্ডারি।

এর আগে, ৮৪ রান করে বিদায় নেন তামিম। ধনাঞ্জয়ার বলে উইকেট রক্ষক নিরোশান ডিকভেলার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১০২ বলে ৭ চারের সাথে ২ ছয় হাকান দেশসেরা এই ওপেনার।   

এছাড়া ৩৭ বলে ৩৫ রান করে বিদায় নেন বিজয়। থিসারা পেরেরার বলে উইকেটরক্ষক নিরোশান ডিকভেলার তালুবন্দি হন তিনি। 

বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর