২০ জানুয়ারি, ২০১৮ ১৩:২৩

ভারত বিরাটের ওপর অতিরিক্ত নির্ভরশীল : রাবাদা

অনলাইন ডেস্ক

ভারত বিরাটের ওপর অতিরিক্ত নির্ভরশীল : রাবাদা

ফাইল ছবি

দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করার পরে সাংবাদিক বৈঠকে এসে ফাফ ডুপ্লেসি জানিয়ে দিয়েছিলেন, তৃতীয় টেস্টে জিতে ভারতকে হোয়াইটওয়াশ করাই তাদের মূল লক্ষ্য। সেই একই কথা এবার শোনা গেল দলের অন্যতম পেসার কাগিসো রাবাদার মুখেও। 

শুক্রবার সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‌আমি জানি কীভাবে ফাস্ট বোলিং খেলতে হয়। ভারতকে অসম্মান করছি না। কিন্তু প্রতিটা ম্যাচেই জিতব ভেবে আমরা খেলতে নামি। তাই আমাদের পরের লক্ষ্য ভারতকে হোয়াইটওয়াশ করা।’‌

বেশিরভাগ ক্রিকেটপ্রেমীর মতো রাবাদাও স্বীকার করে নিয়েছেন, ভারত বিরাটের ওপর অতিরিক্ত নির্ভরশীল। তিনি বলেন, ‘‌ওরা বিরাটের ওপরে অনেকটাই নির্ভর করে। আমাদের দলে দেখুন, আমরা অন্তত দু’‌জনের ওপরে নির্ভর করি। সে বোলার বা ব্যাটসম্যান, উভয়ই হতে পারে। এটা বলছি না যে ভারতে কোনও কোয়ালিটি ক্রিকেটার নেই। কিন্তু এটা তো সত্যি যে কোহলিই ওদের হয়ে বেশি রান করে।’‌


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর