২১ জানুয়ারি, ২০১৮ ১০:০৫

কঠিন সময়ে দলের পাশে থাকার অনুরোধ হরভজনের

অনলাইন ডেস্ক

কঠিন সময়ে দলের পাশে থাকার অনুরোধ হরভজনের

ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারতেই টিম বিরাটের সমালোচনা শুরু হয়েছে। কিন্তু এসময় শ্রোতের বিপরীতে থাকলেন বিরাটের সাবেক সতীর্থ হরভজন সিং। এমন সংকটময় পরিস্থিতিতে বিরাটদের পাশে দাঁড়ালেন তিনি। 

হরভজন বলেন, ‘‌সবাই উন্নতি করতে চায়। এই কঠিন সময়ে দলের পাশে থাকুন। আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এবার হয়নি। পরেরবার হবে। এটা তো শেখার একটা পদ্ধতি। আশা রাখছি, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব। এই সময়ে খেলোয়াড়দেরও একে অন্যের পাশে থাকা উচিত।’‌ 

বিরাট অধিনায়ক হিসেবে কেমন এমন প্রশ্নের জবাবে হরভজন বলন, ‘বিরাট সত্যিই দুর্দান্ত নেতৃত্ব দিয়েছে এখন পর্যন্ত। এই প্রথম বিদেশের মাটিতে সত্যিকারের চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্যাপ্টেন বিরাট। ’‌ 

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন কোহলি। হরভজন তার প্রশংসা করে বলেছেন, ‘‌বিরাট নিজের মান অন্য উচ্চতায় নিয়ে গেছে। তাকে শীর্ষে দেখে ভাল লাগে।’‌ ‌‌


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর