২৩ জানুয়ারি, ২০১৮ ০৮:২৭

দুটি বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে তামিম!

অনলাইন ডেস্ক

দুটি বিশ্বরেকর্ড গড়ার দ্বারপ্রান্তে তামিম!

ফাইল ছবি

তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান। দিনে দিনে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তামিম। গত ম্যাচেই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এবার আরও দুটি রেকর্ড তার দরজায় কড়া নাড়ছে।

প্রথমত, ওয়ানডে ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৬ হাজার রানের মাইলফলকের সামনে দাঁড়িয়ে ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর ৬৬ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করবেন তামিম। 

এছাড়া আরো একটি বিশ্বরেকর্ড গড়ার সামনে দাঁড়িয়ে তামিম। একই ভেন্যুতে অর্থাৎ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবচেয়ে বেশি রান করার জন্য তামিমের প্রয়োজন ৪২ রান। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে ৬৬ রান করলেই দু’টি রেকর্ড একসাথে স্পর্শ করতে পারবেন তামিম। অথবা ৪২ রান করলেও বিশ্বরেকর্ডের মালিক হবেন তিনি।

চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৮৪ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের দু’টি ইনিংস খেলেছেন ফর্মের তুঙ্গে থাকা তামিম। আজ আরও বড় ইনিংস খেলে বাংলাদেশের হয়ে দু’টি রেকর্ড গড়লে অবাক হবার কিছুই থাকবে না।

ক্রিকেট বিশ্বে একই ভেন্যুতে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করার জন্য ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে তামিমের প্রয়োজন ছিলো ২১০ রান। প্রথম দু’ম্যাচে মিরপুরের ভেন্যুতে ১৬৮ রান করে ফেলায় রেকর্ড স্পর্শ করার কাছেই চলে এসেছেন তামিম। তবে ইতোমধ্যে পাকিস্তানের ইনজামাম উল হককে ছাড়িয়ে গেছেন তামিম।

একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার বিশ্বরেকর্ডের মালিক এখন শ্রীলংকার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচের ৭০ ইনিংসে ২৫১৪ রান করেছেন তিনি। একই ভেন্যুতে সবচেয়ে বেশি রান এটিই।

ত্রিদেশীয় সিরিজের আগে এই তালিকায় দ্বিতীয়স্থানে ছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ৫৯ ম্যাচের ৫৯ ইনিংসে ২৪৬৪ রান করেছেন তিনি। তবে ত্রিদেশীয় সিরিজের প্রথম দু’ম্যাচে ১৬৮ রান করায় ইনজামামকে টপকে ২৪৭৩ রানের মালিক এখন তামিম। জয়সুরিয়াকে টপকে যেতে তামিমের প্রয়োজন এখন ৪২ রান।

বিডিপ্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৮/ ই জাহান

সর্বশেষ খবর