২৩ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৮

ঢাকা ওপেন গলফ শুরু বুধবার

অনলাইন ডেস্ক

ঢাকা ওপেন গলফ শুরু বুধবার

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে বুধবার থেকে শুরু হচ্ছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ঢাকা ওপেন ২০১৮ গলফ টুর্নামেন্ট। এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর, প্রফেশনাল গলফ ট্যুর অফ ইন্ডিয়া (পিজিটিআই) এবং বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশন (বিপিজিএ) অনুমোদিত এ টুর্নামেন্টে ১১৩ জন পেশাদার গলফার অংশ নেবেন। যার মধ্যে ১৭ এডিটি, ৩৬ জন পিজিটিআই এবং ৬০ বিপিজিএর। টুর্নামেন্টে ১৩টি দেশের গলফাররা অংশ নেবেন। 

কুর্মিটোলা গলফ ক্লাবে মঙ্গলবার টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে উচ্ছ্বসিত দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান আসরে সাফল্য লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী গলফারদের পাশাপাশি বাংলাদেশ গলফ ফেডারেশন, আয়োজক কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা ছাড়াও এশিয়ান ডেভলপমেনট, পিজিটিআই ও এডিটির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
টুর্নামেন্টের প্রাইজমানি পঞ্চাশ লাখ টাকা। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ট্রফি প্রদান করা হবে।

বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর