২৪ জানুয়ারি, ২০১৮ ০৩:৫২

বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন!

অনলাইন ডেস্ক

বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন!

ফাইল ছবি

প্রথম দুটি টেস্টে দল নির্বাচন নিয়ে নানা জায়গা থেকে সমালোচনা চলছিল। সেঞ্চুরিয়ানে নিজে রান পেলেও দল ব্যর্থ। তাই এবার বিরাটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুললেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। 

২২ বছরেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন স্মিথ। নেতা হিসেবে যথেষ্ট সফল তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ সরাসরি বলেই দিলেন, ‘‌আমার মনে হয় না বিরাট দীর্ঘদিন জাতীয় দলের অধিনায়ক থাকতে পারবে।’‌ 

স্মিথের কথায়, ‘‌বিরাট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। আক্রমণাত্মকও। কিন্তু সতীর্থরা কী ভাবছে তা নিয়ে কী বিরাট ওয়াকিবহাল?‌’‌ স্মিথের ধারণা ভারতীয় ড্রেসিংরুমে বিরাটই রাজা। বাকিরা তার উপরে কথা বলতে পারে না। 

স্মিথ বলেন, ‘‌ড্রেসিংরুমে বাকিদের কথারও গুরুত্ব দেওয়া উচিত। সতীর্থদের মতামত চাওয়াটা জরুরী। না হলে সমস্যা হয়ে যায়। বিরাটের সিদ্ধান্তকে ড্রেসিংরুমে কেউ যদি চ্যালেঞ্জ করত তাহলে হয়ত ভারতীয় দল আরও ভাল খেলত। কারণ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কাউকে দরকার হয়।’‌ 

মাঠে বিরাটের আগ্রাসনের জন্যই সতীর্থরা কোনও কথা বলেন না বলে মনে করেন স্মিথ। তিনি বলেন, ‘‌ভারতীয় ক্রিকেটে বিরাট একটা পরিচয় তৈরি করে ফেলেছে। মাঠে প্রচণ্ড আক্রমণাত্মক থাকে। সেকারণেই হয়ত টিম মিটিংয়ে বিরাটই কথা বলে। বাকিরা শুনে যায়। বিদেশে দল ব্যর্থ হচ্ছে। বিরাটও চাপে রয়েছে। আমার মতে অন্য কাউকে অধিনায়ক করা উচিত। তাহলে বিরাট আরও মুক্তমনে খেলতে পারবে।’‌


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর