১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:১৩

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও আফগানিস্তানের

অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজও আফগানিস্তানের

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশের পর এবার ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে আফগানিস্তান। শুক্রবার চতুর্থ ওয়ানডেতে টেইলর-সিকান্দার রাজাদের ১০ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে মোহাম্মদ নবী ও রশিদ খানরা।

এদিন, টস জিতে প্রথম ব্যাট করতে নেমে মুজিব জাদরানের ঘূর্ণিতে মাত্র ৭৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান জিম্বাবুয়ের প্রথমসারির পাঁচ ব্যাটসম্যান। শেষ ৩৮ ওভারে ১৩৪ রানে গুটিয়ে যায় ক্রেমার বাহিনী। সর্বোচ্চ ৫৪ রান আসে ক্রেগ আরভিনের ব্যাট থেকে। এছাড়া টেইলর ৩০ রান করেন। আফগানদের হয়ে মুজিব জাদরান ৫টি এবং মোহাম্মদ নবী ও রশিদ খান ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ শেহজাদ ও ইহসানুল্লাহ জানাতের অর্ধ শতকের ওপর ভর ২১.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। ৭৪ বলে ১০টি চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ৭৫ রান করেন মোহাম্মদ শেহজাদ। এছাড়া ৫৩ বলে ৫১ রান করেন ইহসানুল্লাহ।

বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর