১৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:৫৭

ওয়াকার ইউনিসের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

অনলাইন ডেস্ক

ওয়াকার ইউনিসের ২৮ বছরের রেকর্ড ভাঙলেন আফগান ক্রিকেটার

ফাইল ছবি

কাকতলীয় হলেও সেই শারজাতেই ভাঙল কিংবদন্তি পাকিস্তানি পেসার ওয়াকার ইউনিসের ২৮ বছর আগে গড়া রেকর্ড৷ তাও অখ্যাত এক স্পিনারের হাতে৷

রশিদ খানের পর আফগান ক্রিকেটের সাম্প্রতিক উত্থানের অন্যতম ফসল হিসেবে ধরা হচ্ছে ১৬ বছরের মুজিব উর রহমানকে৷ গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আফগানিস্তানের অন্যতম হাতিয়ার ছিলেন ডানহাতি এই অফস্পিনার৷

যদিও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগেই৷ গত বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়েছিলেন৷ ক্যারিয়ারের সাত নম্বর ওয়ান ডে ম্যাচে প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি৷

মুজিবুর রহমানের ৫০ রানে পাঁচ উইকেটের সুবাদেই জিম্বাবুয়েকে চতুর্থ একদিনের ম্যাচে হারিয়ে সিরিজের দখল নেয় আফগানিস্তান৷ জিম্বাবুয়ের পাঁচজন ব্যাটসম্যানকে সাজঘরের পথ দেখানোর দিনে আফগান স্পিনারের বয়স দাঁড়ায় ১৬ বছর ৩২৫ দিন৷ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট দখল করা সর্বকণিষ্ঠ বোলার হলেন তিনিই৷ এক্ষেত্রে তিনি ভেঙে দিলেন ১৯৯০ সালে গড়া পাক পেসার ওয়াকার ইউনিসের রেকর্ড৷ ওয়াকার এমন কীর্তি স্থাপণ করেছিলেন ১৮ বছর ১৬৪ দিন বয়সে৷

মুজিব উর রহমানকে গত মাসের আইপিএল নিলামে ৪ কোটি টাকার বিশাল অঙ্কে কিনে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব৷ রশিদ ও নবির পর তৃতীয় আফগান ক্রিকেটার হিসেবে আইপিএলের সংসারে ঢুকে পড়েছেন মুজিবুর রহমান৷


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর