১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:২৯

বড় সংগ্রহের পথে লঙ্কানরা

অনলাইন ডেস্ক

বড় সংগ্রহের পথে লঙ্কানরা

সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেও খুব বেশি সুবিধা করতে পারছেন না বাংলাদেশের ক্রিকেটাররা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা করেছে শ্রীলঙ্কা। ৬৬ বলের উদ্বোধনী জুটি থেকেই এসেছিল ৯৮ রান। 

একাদশতম ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দিয়েছেন সৌম্য সরকার। ৪২ রান করে ফিরে গেছেন গুনাথিলাকা। 

রবিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লড়াইয়ে নামে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কা।এ ম্যাচে টস জিতে বোলিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। এই প্রতিবেদন লেখার সময় ১৭.৪ ওভারে তিন উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৭৩ রান। 

বাংলাদেশ একাদশ 
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আরিফুল হক, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাজমুল ইসলাম অপু, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান ও আবু জায়েদ রাহী।

বিডি প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর