১৮ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪৪

জয়ের জন্য টাইগারদের দরকার ২১১ রান

অনলাইন ডেস্ক

জয়ের জন্য টাইগারদের দরকার ২১১ রান

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পাহাড়সম রনের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুশল মেন্ডিসের অর্ধশতকের ওপর ভর করে ২১০ রান সংগ্রহ করে সফরকারীরা। ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ২১১ রান।

এদিন, টস হেরে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটসম্যানরা শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ব্যাট করতে থাকে। তবে অনিয়মিত বোলার সৌম্য সরকারের বলে তুলে মারতে গিয়ে তামিম ইকবালের ক্যাচ হয়ে ফেরেন দানুসকা গুনাথিলাকা। দলীয় ৯৮ রনে ব্যক্তিগত ৪২ রানে থামেন গুনাথিলাকা। ১৬তম ওভারের তৃতীয় বলে ভয়ঙ্কর থিসারা পেরেরাকে ব্যক্তিগত ৩১ রানে ফেরান আবু জায়েদ রাহি।

এরপর ৪২ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭০ করা মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ। শেষে দিকে উপুল থারাঙ্গা ও দাসুন শানাকাও ব্যাট হাতে ঝড় তুললে ২১০ রানে থামে শ্রীলঙ্কা।

 

বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব

সর্বশেষ খবর