১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:০১

যাদব-চাহাল জুটিতে মুগ্ধ শচীন

অনলাইন ডেস্ক

যাদব-চাহাল জুটিতে মুগ্ধ শচীন

দুর্দান্ত ফর্মে আছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার মাটিতে দাপটের সাথেই ওয়ানডে সিরিজ জয় করেছে কোহলির দল। সিরিজে বল হাতে দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন দুই রিস্ট স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল। আর তারই জের ধরে আফ্রিকান সাফারিতে সিরিজ জয়ে 'কুল-চা' স্পিনের অনবদ্য ভূমিকার কথা বললেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার।

এ ব্যাপারে শচীন বলেন, "আমি মনে করি, ওরা দু'জনেই ধারাবাহিকভাবে দারুণ বোলিং করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, দুই রিস্ট স্পিনার পিচের ওপর নির্ভরশীল নয়, আর সেটাই ভ্যালু অ্যাড করেছে দলে। এই বিষয়টা ভেবে আরও ভালো লাগছে যে, কুলদীপ এবং চাহালের বোলিং কীভাবে খেলবেন তা এখনও বুঝে উঠতে পারেননি বিশ্বের অন্যান্য দলের ব্যাটসম্যানরা।"

আগামী দিনে ভারতীয় দলের সম্পদ হয়ে উঠবেন কুলদীপ-চাহাল স্পিন জুটি, বলেও মনে করেন শচীন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে 'কুল-চা' জুটির ঝুলিতে ৩৩টি উইকেট। পরিসংখ্যান বলছে, দেশের মাটিতে কিংবা বিদেশে কোনো সিরিজে ভারতীয় স্পিন জুটির এটাই সেরা পারফরম্যান্স।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর