১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:৩৩

রিয়াল বেটিসকে গুঁড়িয়ে দিল জিদান শিষ্যরা

অনলাইন ডেস্ক

রিয়াল বেটিসকে গুঁড়িয়ে দিল জিদান শিষ্যরা

রিয়াল বেটিসের ঘরের মাঠে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসরা জিতেছেন ৫-৩ গোলে। আর সেই সাথে স্প্যানিশ লা লিগায় প্রথম দল হিসেবে তারা করেছে ৬ হাজার গোল।

রবিবার রাতের ঐ ম্যাচে প্রথম গোল অবশ্য পেয়েছিল রিয়াল মাদ্রিদই। ম্যাচের ১১ মিনিটে রোনালদোর নেয়া শট আটকান বেটিসের স্প্যানিশ গোলরক্ষক আন্তোনিও আদান। দ্রুত প্রতিক্রিয়ায় ফিরতি বল জালে জড়ান লস ব্লাঙ্কোসদের তরুণ স্প্যানিশ মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও।

এরপর ৩৩ মিনিটে হোয়াকিনের ক্রসে দারুণ হেড করে দলকে সমতায় ফেরান আলজেরিয়ান ডিফেন্ডার আইসা মেন্দি। এর চার মিনিটের মাথায় আবার এগিয়ে যায় দলটি। হোয়াকিনের বানিয়ে দেয়া বল থেকে ডিফেন্ডার ফিরপোর শট ঠেকিয়ে দেন নাভাস। তবে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের গায়ে লেগে বলটি জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোল করে নাচো এগিয়ে দেন বেটিসকে।

৫০ মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। লুকাস ভাসকেজের নেয়া কর্নার থেকে হেডে গোল করেন সার্জিও রামোস।

এরপর ৫৯ মিনিটে দারুণ আক্রমণে গোল পেয়ে যায় মাদ্রিদ। স্প্যানিশ রাইট ব্যাক দানি কার্ভাহালের ক্রস থেকে অ্যাসেনসিওর বাঁ পায়ের শট জড়ায় জালে। এটিই ছিল লিগে ক্লাবটির ৬ হাজারতম গোল।

ম্যাচের ৬৫ মিনিটে সতীর্থ ব্রাজিলিয়ান ক্যাসামিরোর ক্রস নিয়ন্ত্রণে নিয়ে গোল করেন রোনালদো। পরে ম্যাচের ৮৫ মিনিটে ফিরপোর অসাধারণ ক্রসে বদলি নামা স্প্যানিশ ফরোয়ার্ড সার্জিও লিওনের গোলে ব্যবধান কমিয়ে আনে বেটিস।

তবে সব সম্ভাবনা শেষ করে অতিরিক্ত সময়ে রোনালদোর বদলি নামা ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা রিয়াল মাদ্রিদের পঞ্চম গোলটি করেন।

এই জয়ের পর লস ব্লাঙ্কোসদের সংগ্রহ ২৩ ম্যাচে তাদের ৪৫ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার সাথে ব্যবধান ১৭ পয়েন্টের। 

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর