শিরোনাম
১৯ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৫৩

মেসিকে থামানো অসম্ভব!

অনলাইন ডেস্ক

মেসিকে থামানো অসম্ভব!

কেউ কেউ বলছে বার্সালোনা তারকাকে থামানো যাবে না। যদিও তাদের একটি দল রয়েছে যা আসলেই খুব ভালো করছে। চেলসির বিপক্ষে এ নিয়ে আগে আট বার মুখোমুখি হয়েছিল বার্সালোনা। এর মধ্যে মেসির খেলা সাত ম্যাচে এখনো চেলসির বিপক্ষে গোলের দেখা পায়নি মেসি। সর্বশেষ দেখায় তো লন্ডনের ক্লাবটির বিপক্ষে পেনাল্টিই মিস করেছেন লিওনেল মেসি। 

অন্যদিকে ক্লাবটির কর্তারা মনে করছেন মেসি অপ্রতিরোধ্য তাকে থামানো সম্ভব নয়। সেই মোতাবেক পরিক্ল্পনা নিয়ে মাঠে নামবেন ক্লাবটি।

তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চরির দারপ্রান্তে দাঁড়িয়ে আছেন মেসি।  তার গোল ৯৭টি।  

চ্যাম্পিয়ন্স লিগে গোল সংখ্যায় কেবল তার উপরে আছে রোনালদো। এছাড়াও বর্তমানে দারুণ সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। স্পানিশ লা লিগায় করেছেন ২০ গোল। যদিও লা লিগার মত এত ভালো যাচ্ছে না চ্যাম্পিয়নস লিগে। করেছেন মাত্র ৩ গোল। 

আগামীকাল উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলর প্রথম লেগে চেলসির মাঠে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বার্সালোনা। এরপর ১৪ মার্চ ফিরতি লেগ হবে নুক্যাম্পে।  

এর আগে সর্বশেষ বার্সা ও চেলসি মুখোমুখি হয়েছিল ৬ বছর আগে। আর আগের সাত ম্যাচেই মেসিকে গোল বঞ্চিত রেখেছে ইংলিশ দলটি। 

শুধু মেসি নয়, মেসির সাথে সাথে বার্সাকেও রুখে দিয়েছিল চেলসি। ২০০০ সালের পর থেকে দুই দল মোট বারোবার দেখা হয়েছে। এই সময়ে ৪টি ম্যাচে জয় পেয়েছে চেলসি। ৩টি ম্যাচে জিতেছে বার্সা। ৫টি ম্যাচ হয়েছে ড্র। 

এদিকে এই ম্যাচের আগেও বেশ সতর্ক চেলসি। এবারো মেসিকে রুখে দিতে বদ্ধ পরিকর তারা। এবার শুধু দেখার পালা ঐতিহ্য কে বজায় রাখে। মেসি নাকি চেলসি।

বিডি প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর