২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০২:৩৭

বেইলিসকে জবাব দিলেন হেসন

অনলাইন ডেস্ক

বেইলিসকে জবাব দিলেন হেসন

ফাইল ছবি

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ম্যাচ সংখ্যা কমাতে ইংল্যান্ডের কোচ ট্রেভর বেইলিসের সঙ্গে একমত নন নিউজিল্যান্ড বস মাইক হেসন। তিনি বলেন, ‘আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বেশ জনপ্রিয়তা পেয়েছে টি-২০। বিশেষভাবে দর্শকদের কাছে। সমগ্র বিশ্বেই এ ফর্মেটের দর্শক সংখ্যা অনেক বেড়ে গেছে। নিউজিল্যান্ডে টি-২০ ফরম্যাটের জনপ্রিয়তা আরও বেশি।’

সম্প্রতি স্কাই স্পোটর্সকে বেইলিস বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে টি-২০ খেলতে চাই না। আমি শুধুমাত্র চাই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে বেশি বেশি এ ফর্মেট খেলা হলে অনেক বেশি সমস্যা সৃষ্টি হবে। শুধুমাত্র খেলোয়াড়রাই নয়, সাথে কোচরাও সমস্যায় পড়বেন।’

দু’টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে কোচের দায়িত্ব পালন করছেন বেইলিস। ভারত ও অস্ট্রেলিয়ার টি-২০ লিগের কোচ তিনি। তবে আন্তর্জাতিক অঙ্গনে শুধুমাত্র টি-২০ বিশ্বকাপের আগে কিছু ম্যাচ থাকার পরামর্শ দিলেন বেইলিস, ‘যদি আমরা চার বছর পর টি-২০ বিশ্বকাপ খেলি, তবে বিশ্বকাপের আগে কিছু ম্যাচ দেয়া যেতে পারে।’

বেইলিসের এমন সব মন্তব্য মোটেও পছন্দ হয়নি হেসনের। তাই টি-২০ নিয়ে বেইলিসের নেতিবাচক মন্তব্যের জবাব দিতে গিয়ে হেসন বলেন, ‘এটা ঠিকই তিন ফরম্যাটে অনেক বেশি ম্যাচ হচ্ছে। তবে টি-২০ ক্রিকেট এখন অনেক বেশি জনপ্রিয়। চলতি ত্রিদেশীয় সিরিজে ইডেন পার্কে ৩৫ হাজার ক্রিকেট ভক্তের উপস্থিতি বলে দেয় টি-২০ ক্রিকেট বর্তমানে কতটা জনপ্রিয় এবং এই ফরম্যাটের চাহিদা কতটা বেড়েছে।’

ওয়ানডের পাশাপাশি টি-২০ ক্রিকেট অনেক বেশি অর্থপূর্ণ বলেও জানান হেসন। তিনি বলেন, ‘ওয়ানডের পাশাপাশি টি-২০ ক্রিকেট অনেক বেশি অর্থপূর্ণ।’

চলমান ত্রিদেশীয় টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠতে পারেনি ইংল্যান্ড। চার ম্যাচের তিনটি হেরে রান রেটে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। তাই ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী হেসনের নিউজিল্যান্ড। 

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

সর্বশেষ খবর