২০ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:২৬

মারকরামকে অধিনায়ক করা 'সঠিক সিদ্ধান্ত ছিল না': স্মিথ

অনলাইন ডেস্ক

মারকরামকে অধিনায়ক করা 'সঠিক সিদ্ধান্ত ছিল না': স্মিথ

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা বরাবরই শক্তিশালী। তবে ভারতের বিপেক্ষ দেখা গেল প্রোটিয়া শিবিরের অন্য এক রূপ। স্বগতিকরা যেন পাত্তাই পেল না সফরকারীদের কাছে। ওয়ানডে সিরিজটি ৫-১ এ হেরেছে প্রোটিয়ারা। আর তাতেই সমালোচনার ঝড় উঠেছে দক্ষিণ আফ্রিকার ২৩ বছর বয়সী অন্তবর্তীকালিন অধিনায়ক আইডেন মারকরামের নেতৃত্ব নিয়ে। এবার এ বিষয়ে এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতর সেরা অধিনায়ক গ্রায়েম স্মিথ।

সোমবার স্মিথ বললেন, মারকরামকে অধিনায়ক করা 'সঠিক সিদ্ধান্ত ছিল না'। তিনি বলেন, 'আমার মনে হয় না ওটা সঠিক সিদ্ধান্ত ছিল।' 

এ ব্যাপারে ইএসপিএনক্রিকইনফোকে স্মিথ বলেছেন, 'সবাই তার নেতৃত্ব নিয়ে কথা বলছে। আমার কাছ থেকেও কথা আসলে মনে হয় তাতে কিছু আসে যায় না। কারণ, আমিও খুব কম বয়সে নেতৃত্ব পেয়েছিলাম। আমি ভেবেছিলাম, ওটা অন্তর্বর্তীকালিন, স্থায়ী নয়।'

স্মিথ আরও বলেন, 'আমি হলে তাকে দলে জায়গা পাকা করতে দিতাম আগে। ওয়ানডে দলের সাথে মানিয়ে নিয়ে নিয়মিত রান করার দিকে যেতে বলতাম। দক্ষিণ আফ্রিকার অন্য খেলোয়াড়দের উঠে এসে এখন দায়িত্ব নেওয়া প্রয়োজন।'

সূত্র : ইএসপিএনক্রিকইনফো

 

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর