২০ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:০৬

রাতে মাঠে নামছে বার্সা-চেলসি

অনলাইন ডেস্ক

রাতে মাঠে নামছে বার্সা-চেলসি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও চেলসি। এর আগে ১৩ বার মুখোমুখি হয়েছিল এ দু'টি দল যার মধ্যে সবশেষ সাতবারের বার্সার বিপক্ষে অপরাজিত চেলসি। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে। শেষ ষোলোর প্রথম লেগে আজ চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে তারা।

তবে সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসির। সব ধরণের প্রতিযোগিতায় সবশেষ ১২ ম্যাচে জয় পেয়েছে মাত্র ৪টিতে। অন্যদিকে বার্সেলোনা রয়েছে দুর্দান্ত ফর্মে। তাই ঘরের মাঠে খেলা হলেও বার্সেলোনাকে সমীহ করছেন চেলসির কোচ অ্যান্তোনিও কন্তে, ‘যখন আপনাকে এই ধরনের ম্যাচ খেলতে হবে, তখন ভালোভাবেই প্রস্তুত হতে হবে। সবকিছুতেই আপনাকে প্রস্তুত থাকতে হবে। ছোট থেকে বড় সবকিছুতেই চোখ রাখতে হবে। তারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে বিষয়ে আমরা অবগত। আমাদের মাথায় তাদের নিয়ে পরিকল্পনা আছে। এমন ম্যাচে আমি মনে করি সেরা রেটিংয়ের খেলোয়াড়দের বাছাই করাটা গুরুত্বপূর্ণ। যাতে করে নিজেদের সেরাটা দিয়ে খেলা যায়। ম্যাচ জেতা যায়।’

এর আগে সবশেষ ২০১২ সালে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। সেবার বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল চেলসি। পাশাপাশি জিতেছিল শিরোপাও। 

বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

সর্বশেষ খবর