২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:০৭

'ডি ককের ভয়ের কোনো কারণ নেই'

অনলাইন ডেস্ক

'ডি ককের ভয়ের কোনো কারণ নেই'

ভারতের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর ম্যাচে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পেয়েছে প্রোটিয়ারা। এদিন ক্রিজে এসেই তাণ্ডব চালাতে শুরু করেন ক্যারিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা প্রোটিয়া ডানহাতি ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। ডি ককের চোটের কারণেই দলে সুযোগ পেয়েছেন ক্লাসেন। আর এই ক্লাসেনই কিনা এখন ডি ককের ভয়ের কারণ!

সাদা বলের ক্রিকেটে শেষ ৮ ম্যাচে মাত্র ২টি জয়। আর দু'টি ম্যাচেই জয়ের নায়ক দক্ষিণ আফ্রিকার নতুন উইকেট কিপার-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেন। ডানহাতির দাপট দেখে অনেকেই মনে করছেন ক্লাসিক ক্লাসেনই না কি এখন কুইন্টন ডি ককের ভয়ের কারণ। বাঁ হাতি ডি ককের অফ ফর্মে যেভাবে পারফর্ম করছেন দাপুটে ক্লাসেন, তাতে ডি ককের কামব্যাক কঠিন হয়ে পড়বে বলেই মত ক্রিকেট বোদ্ধাদের। যদিও ক্লাসেন বলছেন, "ডি ককের ভয়ের কোনো কারণ নেই।"  

ডি ককের প্রসঙ্গে তিনি বলেন, "কুইনি (কুইন্টন ডি কক) একজন বিশ্বমানের ব্যাটসম্যান। টপ ক্লাস ক্রিকেটার। ওর কোনো ভয় নেই।" 

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক ইসিংস খেলেন ক্লাসেন। ২৩০ স্ট্রাইকরেটে ৩০ বলে ৬৯ রান করেন তিনি।

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর