২২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:৪৬

ঘরের মাঠে একেবারেই অন্য খেলা হবে: ইনিয়েস্তা

অনলাইন ডেস্ক

ঘরের মাঠে একেবারেই অন্য খেলা হবে: ইনিয়েস্তা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে  ১-১ গোলে ড্র হয় চেলসি-বার্সার ম্যাচ। সফরকারী বার্সেলোনার পক্ষে একমাত্র গোল করে লিওনেল মেসি, পাশাপাশি এই গোলের মধ্য দিয়ে চেলসির বিরুদ্ধে গোল খরা কাটিয়ে দলকেও রক্ষা করেন তিনি।

তবে ঘরের মাঠে এই ফল হবে না বলে মনে করছেন বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি বলেন, ‘ক্যাম্প ন্যু’তে আমাদের ঘরের মাঠে অন্য খেলা হবে। নিজেদের সমর্থকদের সামনে, নিজেদের স্টেডিয়ামে একেবারেই অন্য খেলা হবে।’ প্রথম লেগের ম্যাচে মেসির গোলে সহায়তা করেছিলেন এই ইনিয়েস্তাই। 

অনেকেই মনে করছেন, প্রথম পর্বের ফল ১-১ হওয়ায় দু’পক্ষকেই ক্যাম্প ন্যু’তে মেসিদের ঘরের মাঠে জয়ের জন্য ঝাঁপাতে হবে। ইনিয়েস্তার ধারণাও সে রকমই, ‘ওরা সর্বস্ব দিয়ে ঝাঁপাবে। আমরাও মরিয়া থাকব। চেলসি ইউরোপের সেরা দলগুলোর একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে সামান্য ভুল করলেই ম্যাচ ফস্কে যেতে পারে।’

ইনিয়েস্তা আরও বলেন, ‘আমরা জানতাম স্ট্যামফোর্ড ব্রিজে কাজটা কঠিন হবে। তবু একটা গোল যে আমরা করতে পেরেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ।’

বিশেষজ্ঞদের মতে, ক্যাম্প ন্যু’তে গিয়ে বার্সাকে হারাতে গেলে চেলসিকে অভাবনীয় কিছু করতে হবে। 

আগামী ১৪ মার্চ বার্সার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে হবে দ্বিতীয় লেগের খেলা।

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর