২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:১০

বিধ্বংসী ব্যাটিংটাকে পেশায় পরিণত করতে চান ক্লাসেন

অনলাইন ডেস্ক

বিধ্বংসী ব্যাটিংটাকে পেশায় পরিণত করতে চান ক্লাসেন

ফাইল ছবি

এ যেন চাকরীর দ্বিতীয় দিনেই কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁয়ে ফেলা। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে নাম ছিল না৷ ফাফ ডু প্লেসি,এবিডি আর ডি’কক তিন তারকা ছিটকে যেতে উইকেটকিপার হিসেবে রাতারাতি ডাক পরে তার৷ আর তারপরই বাজিমাত৷

ওয়ানডে অভিষেকেই নজর কাড়েন হেনরিক ক্লাসেন৷ জোহানেস বার্গের সেই ওয়ানডে ম্যাচে অপরাজিত ৪৩ রানে ম্যাচ জিতিয়ে রাতারাতি নায়ক হয়ে যান তিনি। এরপর টি-টোয়েন্টিতে অভিষেকের পরের ম্যাচেই ম্যাচ জেতানো অর্ধশতরান৷ সেই সঙ্গে ক্যারিয়ারে এটাই প্রথম ফিফটি৷

এখানেই শেষ নয়, মারকাট ব্যাটিংয়ের জন্য দ্বিতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরার পুরস্কারও জুটেছে৷ সেটাও ঘরের মাঠে নিজের ডেরায়৷ এমন ভাগ্য আর কজনেরই বা হয়। বিষয়টাকে তাই ‘স্বপ্ন সত্যি’ বলে ব্যাখা করছেন বছর ছাব্বিশের ডানহাতি ক্লাসেন৷ সেই সঙ্গে জুড়ছেন, এবার শুধু এই বিধ্বংসী স্টাইলটাকে পেশায় পরিণত করতে হবে৷

ম্যাচে ৭টি ছয়, ৩ টি চার হাঁকিয়েছেন হেনরিক৷ ম্যাচ শেষে নিজের কথাতেই বুঝিয়ে দিলেন একবার নয়, বারবার এভাবেই তিনি হাজির থাকবেন আগামী দিনে৷ বুঝিয়ে দিলেন টি-টোয়েন্টিতে অভিষেকের পরের ম্যাচেই অর্ধশতরান ছিল সিনেমার একটা ট্রেলার, তবে ৬৯ রানের ইনিংসটা ফ্লুক নয়, পুরো ছবিটা এখনও বাকি৷

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর