২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ০৪:৪৬

হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার হবার যোগ্যতা নিয়ে প্রশ্ন!

অনলাইন ডেস্ক

হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার হবার যোগ্যতা নিয়ে প্রশ্ন!

ফাইল ছবি

ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের সঙ্গে তুলনা তো দূরে থাক, হার্দিক পান্ডিয়াকে এখনও প্রকৃত অলরাউন্ডার বলে মেনে নিতে নিতে নারাজ টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার তথা দেশটির ক্রিকেটের সাবেক জাতীয় নির্বাচক রজার বিনি৷ 

সিনিয়র বিনির স্পষ্ট মত, হার্দিক ভারতীয় দলে জায়গা ধরে রেখেছে পঞ্চম বোলার হিসেবে কার্যকরী হওয়ায়৷ না হলে তার ব্যাটিং রেকর্ড মোটেও অলরাউন্ডার সুলভ নয়৷ বিনি মনে করেন যে, পান্ডিয়া ভাগ্যবান ওকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়৷

বিনি বলেন, ‘পান্ডিয়া ভাগ্যবান ওকে অলরাউন্ডার বলা হয়৷ ব্যাট হাতে দলের পারফরম্যান্সে তার কোনও ভূমিকা নেই৷ বল হাতে ও তুলনায় কৃপণ৷ উইকেটও তুলতে পারে৷ এই কারণেই ও জাতীয় দলে জায়গা ধরে রেখেছে৷’

রজার আরও জানান, ‘একজন ব্যাটসম্যান হিসেবে কপিল দেবের সঙ্গে কোনও তুলনাই চলে না পান্ডিয়ার৷ টেস্ট দলে সুযোগ পাওয়ার আগে প্রথম শ্রেনির ক্রিকেটে শতরান ছিল কপিলের৷ পান্ডিয়া সর্বোচ্চ পর্যায়ে খেলতে নামার আগে প্রথম শ্রেনির ক্রিকেটে রান করেনি৷ ও টেস্ট দলে জায়গা পেয়েছ টি-২০ ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং করার সুবাদে৷৷’

বিনির কথাগুলো যে অত্যন্ত যুক্তিসঙ্গত, তা বোঝা যায় দক্ষিণ আফ্রিকা সফরের পারফরম্যান্সের দিকে তাকালেই৷ কেপ টাউন টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পান্ডিয়া৷ টেস্ট সিরিজের পরের পাঁচটি ইনিংসে তার ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ১, ১৫, ৬, ০ ও ৪৷ সব মিলিয়ে টেস্ট সিরিজে ১৯.৮৩ গড়ে ১১৯ রান করেছেন হার্দিক৷ একদিনের সিরিজের চারটি ম্যাচে ব্যাট হাতে ৮.৬৬ গড়ে পান্ডিয়ার সংগ্রহ সাকুল্যে ২৬ রান৷


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর‌

সর্বশেষ খবর