২৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:২৪

এবার লজ্জার রেকর্ড গড়লেন চাহাল

অনলাইন ডেস্ক

এবার লজ্জার রেকর্ড গড়লেন চাহাল

দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে বল হাতে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন যুজবেন্দ্র চাহাল। তবে টি-টোয়েন্টি সিরিজে ঘটল পুরো উল্টো ঘটনা। প্রোটিয়া ব্যাটসম্যানরা ঝড় তোলার জন্য যেন চাহালকেই বেছে নিলেন।

বুধবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে ৬৪ রান দিয়েছেন চাহাল। পাননি কোনো উইকেটও। আর তাতেই টি-টোয়েন্টিতে ভারতীয় কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েন তিনি। এর আগে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫৭ রান দিয়ে রেকর্ড গড়েছিলেন দিয়েছিলেন পেসার জোগিন্দার শর্মা।

এক্ষেত্রে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে চাহালের সামনে আছেন শুধু দুজন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থি ৬৯ ও ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট দিয়েছিলেন ৬৮ রান।

এছাড়া, গত সপ্তাহে দুজন বোলার চাহালের মতো ৬৪ রান দিয়েছেন- অকল্যান্ডে একই ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই ও নিউজিল্যান্ডের বেন হুইলার। ৬৪ রান দেওয়ার ‘কীর্তি’ আছে আরও দুজনের- ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর