২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:২৬

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে কোহলি-ধোনি

অনলাইন ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে কোহলি-ধোনি

ফাইল ছবি

শ্রীলঙ্কার মাটিতে হতে আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক অধিনায়ক ধোনিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। ফলে অধিনায়কের দায়িত্বে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। এর আগেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়েছেন রোহিত। মারাঠি ওপেনারের নেতৃত্বে ২-১ ওয়ান ডে সিরিজ জিতেছিল ভারত। কোহলির অনুপস্থিতিতেই তাই রোহিতের উপরই আস্থা রাখতে পারেন নির্বাচকরা।

জানা গেছে, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহের মতো একাধিক ক্রিকেটারদের বিশ্রামে পাঠিয়ে শ্রীলঙ্কার মাটিতে একেবারে নতুন দল পাঠানোর ভাবনা রয়েছে। টানা প্রোটিয়া সফরের ক্লান্তি দূর করতেই কোহলি সহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভেবেছেন নির্বাচকরা।

শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য রবিবারই দল ঘোষণা করবে ভারত। ৬ মার্চ থেকে শুরু হবে ভারত-বাংলাদেশ- শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজ। 

বিডি প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর