শিরোনাম
২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৬:৪২

বিরাটের সামনে নতুন রেকর্ডের হাতছানি

অনলাইন ডেস্ক

বিরাটের সামনে নতুন রেকর্ডের হাতছানি

ফাইল ছবি

চাই আর মাত্র ১৭ রান। তাহলেই নতুন আরও একটি রেকর্ড গড়ে ফেলবেন বিরাট কোহলি। বিরাটদের দক্ষিণ আফ্রিকা সফর শেষ হচ্ছে আজ শনিবার। কেপটাউনে তৃতীয় টি-২০ ম্যাচ। এই ম্যাচে আর ১৭ রান করতে পারলেই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০ ক্রিকেটে ২০০০ রানের নজির গড়বেন বিরাট। 

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় বিরাট আছেন তিনে। তালিকার প্রথম দু’‌জনই নিউজিল্যান্ডের। মার্টিন গাপটিল ও ব্রেন্ডন ম্যাককালাম। ৫৭ টি টি-২০ ম্যাচে বিরাটের রান ১৯৮৩। গড় ৫০.‌৮৫। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বিরাটের অবশ্য কোনও শতরান নেই। অর্ধশতরান রয়েছে ১৮টি। 
 
৭৫ ম্যাচে গাপটিলের সংগ্রহ ২২৭১ রান। গড় ৩৪.‌৪০। ৭১ ম্যাচে ম্যাককালাম করেছেন ২১৪০ রান। গড় ৩৫.‌৬৬। গাপটিল, ম্যাকালামের রয়েছে দুটি করে শতরান। অবশ্য কোহলির ব্যাটিং গড় সবচেয়ে বেশি। স্ট্রাইক রেটও বেশি। বিরাটের স্ট্রাইক রেট ১৩৭.‌৩২। গাপটিলের ১৩২.‌৮৮। ম্যাকালামের ১৩৬.‌২১। 


বিডি প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর