২৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১৮:০৫

অধিনায়কত্ব নয়, বিশ্রামকেই অগ্রাধিকার কোহলির

অনলাইন ডেস্ক

অধিনায়কত্ব নয়, বিশ্রামকেই অগ্রাধিকার কোহলির

ফাইল ছবি

আইপিএলের আগে বিশ্রামকেই অগ্রাধিকার দিলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কায় আসন্ন ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টে খেলছেন না বিরাট। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। 

কয়েকদিন আগেই নির্বাচকরা ইঙ্গিত দিয়েছিলেন যে বিরাটকে বিশ্রাম দেওয়া হতে পারে। সেটাই বাস্তব রূপ পেল। বিয়ের পরেই দক্ষিণ আফ্রিকা সফরে চলে এসেছিলেন বিরাট। খেলেছেন লম্বা সিরিজ। তার বিশ্রাম দরকার। আইপিএলের আগে তরতাজা থাকতেই বিশ্রামে চলে গেলেন বিরাট। তার বদলে দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা। 

এর আগে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। বিরাট ছাড়াও মহেন্দ্র সিং ধোনি, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরা, হার্দিক পাণ্ডিয়াকেও বিশ্রাম দেওয়া হবে। চোটের জন্য খেলতে পারবেন না কেদার যাদব। 

টিম ম্যানেজমেন্টের তরফেই বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছিল, সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার জন্য। কারণ দক্ষিণ আফ্রিকায় লম্বা সিরিজ খেলে অনেকেই ক্লান্ত। রবিবার শ্রীলঙ্কায় নিধহাস ট্রফির জন্য দল বাছবেন নির্বাচকরা। বর্তমান দল থেকে অন্তত ৬ জনকে বিশ্রাম দেওয়া হবে। ধোনির বদলি হিসেবে হয়ত দলে আসবেন ঋষভ পন্থ। 


বিডি প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর

সর্বশেষ খবর