২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ০৯:০৯

চোট পেয়ে মাঠের বাইরে কোহলি

অনলাইন ডেস্ক

চোট পেয়ে মাঠের বাইরে কোহলি

কেপ টাউনে চোটের কারণে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেননি বিরাট কোহলি। ফলে ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে যাওয়ার যে সুযোগ ছিল সেটিও কাজে লাগাতে পারেননি। টস করতে আসা রোহিত শর্মা বলেছেন, 'বিরাটের পিঠে টান লেগেছে। তাই ও খেলতে পারছে না।'

ভারতীয় শিবিরও জানিয়েছে, কোহলির চোট মারাত্মক কিছু নয়। তিনি দ্রুতই সেরে উঠবেন। সামনেই বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সঙ্গে ত্রিদেশীয় সিরিজ রয়েছে ভারতের। শনিবার সিরিজের শেষ ম্যাচে কোহলি চোটের জন্য ম্যাচে নামতে পারলেন না বলে, আসন্ন সিরিজে খেলতে পারবেন কি না প্রশ্ন উঠে গেছে।

দীর্ঘ দক্ষিণ আফ্রিকা সফরে কোহলিই সবচেয়ে বেশি দাপট দেখিয়েছেন। সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছেন, এটা পুরোপুরি বিরাট কোহলির সফর। কারণ ভারতীয় ব্যাটিংয়ে তিনিই ছিলেন প্রধান স্তম্ভ। টেস্ট সিরিজে ৬ ইনিংসে কোহলি করেছেন ২৮৬ রান। গড় ৪৭.৬৬। ওয়ান ডে সিরিজে কোহলি ৬ ম্যাচের ৬ ইনিংসে করেছেন ৫৫৮। গড় ১৮৬। তিনটি সেঞ্চুরি রয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৬০ অপরাজিত। একটা সফরে ডন ব্র্যাডম্যান-কে ছাপিয়ে সব চেয়ে বেশি রানের সামনে চলে এসেছিলেন কোহলি।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর