২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১০:৪০

শ্রী-হীন বলিউড, শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলেও

অনলাইন ডেস্ক

শ্রী-হীন বলিউড, শোকের ছায়া ভারতীয় ক্রীড়ামহলেও

ফাইল ছবি

রুপালি পর্দায় আর নতুন কোন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে না তাকে৷ তার ভুবন ভোলানো হাসি থেকে বঞ্চিত হবে লক্ষ কোটি ভক্তরা৷ ৫৪ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী কাপুর৷

শনিবার রাতে দুবাইয়ে মোহিত মারওয়া নামের এক আত্মীয়ের বিয়েতে স্বপরিবারে উপস্থিত ছিলেন শ্রীদেবী৷ সেখানেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউডের চাঁদনী৷ 

তার মৃত্যুর সময় উপস্থিত ছিলেন স্বামী বনি কাপুর ও মেয়ে খুশি৷ সঞ্জয় কাপুর জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনাটি রাত ১১ থেকে ১১.৩০ মধ্যে ঘটেছে৷ শ্রীদেবীর অকালপ্রয়াণে শোকের ছায়া নেমেছে ক্রীড়া মহলেও৷ সোশ্যাল মিডিয়াতে ভারতীয় ক্রীড়া জগতের অনেক বড় নামই মর্মাহত হয়ে সমবেদনা জানাচ্ছেন কাপুর পরিবারকে৷ 

ভারতীয় টেস্ট দলের একনম্বর স্পিনার অশ্বিন শ্রীদেবীর মৃত্যুর খবরে শোকাহত হয়ে লেখেন, ‘বিশ্বাসই হচ্ছে না শ্রীদেবী আর নেই৷ ওনার আত্মীয় পরিজনরা শক্ত হোক৷’

সাবেক ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ টুইট করেন, ‘ওনার মৃত্যুর খবরে আমি স্তম্ভিত৷ পরিবারের প্রতি সমবেদনা রইল৷’

ব্যাডমিন্টন খেলোয়াড় পারুপল্লী কাশ্যপ টুইটারে নিজের শোক প্রকাশ করে বলেন, ‘ওহ মাই গড! আমার প্রিয় শ্রীদেবী আর নেই৷ ওনার পরিবার এবং ফ্যানদের প্রতি সমবেদনা৷’

সূত্রঃ কলকাতা নিউজ।

 

বিডি প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর