২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৩:১৭

ভাইরাস জ্বরে আক্রান্ত নেইমার, মাঠে নামা নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

ভাইরাস জ্বরে আক্রান্ত নেইমার, মাঠে নামা নিয়ে শঙ্কা

ফাইল ছবি

সময়টা দারুণ যাচ্ছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিবিরের। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় দলটি। তাই স্বাভাবিকভাবেই মানসিকভাবে চাপে রয়েছে দলটি। এর উপর পিএসজি শিবিরে এলঅ আরও এক দুঃসংবাদ। ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েছেন নেইমার। যে কারণে লিগ ওয়ানে মার্সেই এর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান সুপার স্টারের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 

তবে এই ম্যাচে নেইমারের খেলার ব্যাপারে আশাবাদী পিএসজি কোচ উনেই এমেরি। এ ব্যাপারে এমেরি বলেন, ‘দুইজন খেলোয়াড় অনুপস্থিত ছিল, ভেরাত্তি ও নেইমার। এর মধ্যে নেইমার অসুস্থ। তবে আশা করছি, শনিবার সে অনুশীলনে ফিরবে এবং রবিবার খেলতে পারবে। তার কোনো চোট নেই। গ্যাস্ট্রোএন্টারাইটিস ও হালকা জ্বর।’

বাংলাদেশ সময় রবিবার রাত ২টায় নিজেদের মাঠে মার্সেইয়ের মুখোমুখি হবে পিএসজি। এর আগে প্রথম লেগে ২-২ গোলের ড্রয়ের ম্যাচ একটি গোল করেন নেইমার। পাশাপাশি লাল কার্ড পেয়ে মাঠের বাইরেও চলে যেতে হয় তাকে। 

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর