২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ১৪:৪৩

সিরিজ সেরা হয়ে আইপিএলকে কৃতিত্ব দিলেন ভুবনেশ্বর

অনলাইন ডেস্ক

সিরিজ সেরা হয়ে আইপিএলকে কৃতিত্ব দিলেন ভুবনেশ্বর

সংগৃহীত ছবি

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৭ টি উইকেট নিয়েছেন তিনি। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অনবদ্য বোলিংয়ের জন্য প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার৷ 

সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২৪ রানে ৫ উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেছিলেন এই পেসার৷ নিউল্যান্ডসের ফাইনাল ম্যাচে ভুবির স্কোর ২৪ রান দিয়ে ২ উইকেট৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই নিজের এই অসাধারন স্পেলের কৃতিত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার৷

আফ্রিকান সাফারিতে টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচের শেষ ওভারে বল হাতে আফ্রিকান সিংহদের মোকাবিলা করতে আসেন ভুবনেশ্বর কুমার৷ প্রোটিয়াদের জেতার জন্য তখন দরকার ১৯ রান৷ আগের ওভারেই বিধ্বংসী মেজাজে থাকা জঙ্কার-বেহারডিন জুটি বুমরাহর কাছ থেকে ১৬ রান কেড়ে নিয়েছেন৷ কিন্তু শেষওভারে বল করতে এসে চাপের মুখে ১১ রানে জঙ্কারের উইকেটটি তুলে নিয়ে ‘মেন ইন ব্লু’দের ইতিহাস গড়তে সাহায্য করেন ভারতের এই ডানহাতি পেসার৷

ভুবনেশ্বর কুমার বলেন, ‘যে কোন সিরিজে আপনার সাফল্য নির্ভর করে সেই সিরিজের আগে আপনার প্রস্তুতির ওপর৷ আইপিএল ভারতীয় বোলাদের চিন্তা করতে শিখিয়েছে৷ পাওয়ার প্লে চলাকালীন খুব বেশি রান না দেওয়াটা খুবই জরুরী৷ সেই সময়টায় আপনাকে লেংথ ঠিক রেখে স্লো বল করে যেতে হবে৷ ভারতে এরকম উইকেট পাওয়াটা একপ্রকার অসম্ভব৷’

 

বিডি প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৮/ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর