২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ২০:৪৪

দুসরাকে নিষিদ্ধ করা উচিত নয় আইসিসির : হাফিজ

অনলাইন ডেস্ক

দুসরাকে নিষিদ্ধ করা উচিত নয় আইসিসির : হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে যাতে 'দুসরা' হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করার জন্য আইসিসি-র নিয়মে বদল আনা উচিত। এমনই মত দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। 

তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট বেশ কয়েকজন লেগ-স্পিনারকে দেখে ভালো লাগছে। কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয়, দুসরাকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। সাকলাইন মোস্তাক, সাঈদ আজমলরা আমাদের অনেক উত্তেজক মুহূর্ত উপহার দিয়েছেন। দুসরাকে নিষিদ্ধ করা উচিত নয় আইসিসি-র। বরং এটি যাতে ক্রিকেটের অংশ হিসেবে থেকে যায়, সেই বিষয়টি দেখা উচিত। প্রয়োজনে নিয়মে কিছু বদল আনতে হবে।

অফ-স্পিনার হাফিজের বিরুদ্ধে একাধিকবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। আইসিসি তার বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণেই 'দুসরা' সংক্রান্ত নিয়মে বদল আনার পক্ষে মত দেন তিনি।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর