২৫ ফেব্রুয়ারি, ২০১৮ ২১:০৫
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

ম্যাক্সওয়েলের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

অনলাইন ডেস্ক

ম্যাক্সওয়েলের কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

সদ্যই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। আর এই সিরিজে দুই ম্যাচে হেরে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। কিন্তু লঙ্কানদের বিপক্ষে আঙুলে চোট পাওয়ার কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেনি সাকিব আল হাসান। আর সেই প্রভাব পড়েছে তার ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও। 

সাকিবকে হটিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তবে টেস্ট ও ওয়ানডেতে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন বাঁহাতি ওই ওপেনার। ৩৯০ রেটিং নিয়ে অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টিতে শীর্ষে ওঠেছেন ম্যাক্সওয়েল। ৩২৬ রেটিং নিয়ে এরপরই অবস্থান সাকিবের। 
 
ব্যাটসম্যানদের মধ্যে ওপেনার সৌম্য সরকার ৫ ধাপ এগিয়ে টি-টোয়েন্টিাতে জায়গা করে নিয়েছেন ২০তম স্থানে। পেসার মোস্তাফিজুর রহমান একই ফরম্যাটে বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে ওঠেছেন সপ্তম স্থানে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে সাকিব রয়েছেন দশম স্থানে। 
 
এদিকে রশিদ খান টি-টোয়েন্টিতে একধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে রয়েছেন সবার উপরে। একই ফরম্যাটে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কলিন মুনরো।

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর